05/10/2025 ভোট বর্জনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী তারেকুলের
অনলাইন ডেস্ক
১৭ জুলাই ২০২৩ ২১:২৯
অনিয়ম, কারচুপি ও নৌকার এজেন্টদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: তারেকুল ইসলাম ভূঁঞা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে তিনি বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা আবারো প্রমাণিত। তাই আমি এই নির্বাচন বর্জন করলাম।
তিনি অভিযোগ করেন, ‘প্রতিটা কেন্দ্রে জোর করে নৌকা প্রতীকে সিল মেরে নিচ্ছে। আওয়ামী লীগ ও প্রশাসন পরস্পরের সহযোগিতায় প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। এ কারণে আমি প্রহসনের নির্বাচন বর্জন করছি।’