05/10/2025 গাবতলী থেকে বিএনপির পদযাত্রা শুরু
অনলাইন ডেস্ক
১৮ জুলাই ২০২৩ ২৩:১১
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। আজ বেলা ১১টা ১৫ মিনিটে গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড়ের উদ্দেশে পদযাত্রা শুরু হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ পদযাত্রা কর্মসূচি শুরু হয়। এতে অংশ নিয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী।
পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে গাবতলী-মিরপুর এলাকা। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
টেকনিক্যাল মোড়, মিরপুর ১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও তালতলা, বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন বিএনপি অফিস, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ, রায়সাহেব বাজার মোড় পর্যন্ত নেতাকর্মীরা পদযাত্রা করবেন। দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে ব্যাপক লোকসমাগম করতে দলের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।