05/11/2025 ভারতে উত্তরাখণ্ডে ট্রান্সফর্মার বিস্ফোরণ: নিহত ১৬
অনলাইন ডেস্ক
১৯ জুলাই ২০২৩ ২৩:০৭
ভারতের উত্তরাখণ্ডে ট্রান্সফর্মার বিস্ফোরণে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এতে আহত হয়েছেন আরো অনেকে।
মঙ্গলবার গভীর রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলায় ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতদের অধিকাংশই শ্রমিক। তারা চামোলির ‘নমামি গঙ্গে’ প্রকল্পে কাজ করতেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নিহতদের মধ্যে এক পুলিশকর্মীও আছেন। এছাড়া পিপালকোটির আউটপোস্ট ইনচার্জ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারা সবাই ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজে যুক্ত ছিলেন।
সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এখনো উদ্ধারকাজ চলছে। চামোলি পুলিশের এসপি পরমেন্দ্র ডোভাল জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।