05/10/2025 জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় হিরো আলম
আহসানুল ইসলাম আমিন
২০ জুলাই ২০২৩ ০১:৩৫
নিজস্ব প্রতিবেদক :
নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ বুধবার (১৯ জুলাই) রাজধানীর দক্ষিণখানের আশকোনায় একটি বেসরকারি হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কা প্রকাশ করেন।
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম বলেন, “আপনারা জানেন আমি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমি কিন্তু আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। আজ (ভোর সাড়ে ৫টা) আমার বাড়িতে চারটি মোটরসাইকেলে করে আট থেকে ১০ জন ছেলে গিয়ে ‘হিরো আলম বের হ’ বলে চিৎকার করছিল। তারা আমার গেটে ভাঙচুর করেছে। তারা কারা আমি জানি না।’
জীবনের নিরাপত্তাহীনতার জন্য পুলিশ প্রশাসন দায়ী বলেও উল্লেখ করেন হিরো আলম। তিনি বলেন, ‘যেদিন আমার ওপর হামলা করা হয়, সেদিন যদি পুলিশ আমাকে গাড়িতে তুলে দিতো, তাহলে হামলার হাত থেকে আমি রক্ষা পেতাম।’ নির্বাচনে কারচুপি হয়েছে বলে এ সময় দাবি করেন হিরো আলম।
প্রসঙ্গত, গত সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে ৫ হাজারের বেশি ভোট পেয়ে দ্বিতীয় হন হিরো আলম। ভোটের দিন বিকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের বাইরে নৌকার ব্যাজধারী কিছু লোক তার ওপর হামলা চালায়। এ ঘটনায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে।