05/11/2025 ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ১৯
অনলাইন ডেস্ক
২৪ জুলাই ২০২৩ ২১:১৩
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ১৯ জন।সোমবার প্রথম প্রহরে ডুবে যাওয়া এই ফেরিটিতে ৪০ যাত্রী ছিল, তাদের মধ্যে পাঁচজন বেঁচে গেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির তল্লাশি ও উদ্ধার সংস্থা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কীভাবে ফেরিটি ডুবে গেছে তা সকাল পর্যন্ত জানা যায়নি।
তল্লাশি ও উদ্ধার সংস্থার স্থানীয় শাখার কর্মকর্তা মুহাম্মদ আরাফাহ বলেন, মৃতদের সবাইকে শনাক্ত করে তাদের দেহ পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে। বেঁচে যাওয়া যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।