05/10/2025 বারবার জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থীরা
অনলাইন ডেস্ক
২৫ জুলাই ২০২৩ ১৫:৪২
পর পর দুই মেয়াদে জাতীয় সংসদের বিরোধী দলের দায়িত্বে থাকা জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা সাম্প্রতিক নির্বাচনগুলোতে জয়ী হওয়া তো দূরের কথা, জামানতই বাঁচাতে পারছেন না। সর্বশেষ গত ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জামানত হারিয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনেও চারটিতে জামানত হারিয়েছেন দলটির প্রার্থীরা। নির্বাচনী আইন অনুসারে কোনো নির্বাচনে প্রদত্ত মোট ভোটের ৮ শতাংশের কম পেলে সংশ্লিষ্ট প্রার্থী জামানত হারান।
সর্বশেষ ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনেও এই দলের প্রার্থীদের সাফল্যের হার তলানিতে। ব্যতিক্রম শুধু এরশাদের নিজ এলাকা রংপুর সিটি করপোরেশন নির্বাচন। গত ডিসেম্বরে এই নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো জয়ী হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
সার্বিক এ অবস্থা সম্পর্কে দলটির দাবি, জাতীয় পার্টির পক্ষে জনসমর্থন কমেনি। কিন্তু বর্তমান সরকারের নিয়ন্ত্রিত নির্বাচনী ব্যবস্থার কারণেই ভোটের ফলাফলে জনমতের প্রতিফলন ঘটছে না।