05/10/2025 টানা চার বাউন্ডারি মেরেও দলকে জেতাতে পারেনি মুশফিক
স্পোর্ট ডেস্ক
২৬ জুলাই ২০২৩ ১৭:৪৪
জিম-আফ্রো টি-টেন লিগে শ্বাসরুদ্ধকর ম্যাচে ডারবান কালান্দেসের কাছে ২ রানে হেরেছে মুশফিকুর রহীমের দল জোবার্গ বাফেলোস। জয়ের জন্য শেষ বলে মুশফিকদের দরকার ছিল ৪ রান। টানা ৪ বাউন্ডারি মেরেও শেষ বলে বাউন্ডারি হাঁকাতে পারেননি তিনি। ফলে ২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় জোবার্গের।
মঙ্গলবার রাতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২১ রান করে ডারবান। জবাবে ব্যাট করতে নেমে নবম ওভারে ব্যাটিং করতে আসেন মুশফিক।
শেষ ওভারে যখন ৫ বলে ২০ রান দরকার, তখন স্ট্রাইকে যান মুশি। টানা ৪ বলে ৪টি চার হাঁকিয়ে মুশফিক ম্যাচ জমিয়ে তোলেন। শেষ বলে ৪ রানের দরকার ছিল, তবে সেই বলে বাউন্ডারি হাঁকাতে পারেননি। এক রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মুশফিকের। ফলে ২ রানের হার নিয়ে মাঠ ছাড়ে জোবার্গ।