05/10/2025 শফিক-সালমানের ব্যাটে পাকিস্তানের রানের পাহাড়
স্পোর্ট ডেস্ক
২৭ জুলাই ২০২৩ ১৬:১৬
কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির কবলে পড়েছিল। তবে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে আব্দুল্লাহ শফিকের ডাবল সেঞ্চুরি ও সৌদ শাকিলের সেঞ্চুরির সুবাদে ৫ উইকেটে ৫৬৩ রানে তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান।
আজ তৃতীয় দিনে শফিক তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন। আর আগা সালমান তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন ১৩২ রানে।
প্রথম দিনে ১৬৬ রানে লঙ্কানরা গুটিয়ে যায়। বর্তমানে পাকিস্তানের লিড ৩৯৭ রানের, হাতে আছে আরো ৫ উইকেট। পাকিস্তানের লিডটা কোথায় গিয়ে থামে সেটাই দেখার বিষয়। উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান।