05/10/2025 এলপিএল খেলার অনাপত্তিপত্র পাচ্ছেন না তাসকিন
স্পোর্ট ডেস্ক
২৮ জুলাই ২০২৩ ০২:১১
লঙ্কা প্রিমিয়ার লীগে (এলপিএল) খেলার জন্য ছাড়পত্র পাচ্ছেন না তাসকিন আহমেদ। আগামী রবিবার শুরু হতে যাওয়া এবারের এলপিএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার- সাকিব, তাসকিন, শরীফুল, মোহাম্মদ মিঠুন এবং তাওহীদ হৃদয়। এদের মাঝে তাসকিন ছাড়া বাকিরা সবাই অনাপত্তিপত্র (এনওসি) পাচ্ছেন।
ফর্মের তুঙ্গে থাকা এই পেসারকে অনাপত্তিপত্র না দেওয়ার বিষয়ে আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘অনাপত্তিপত্রের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিটি ক্রিকেটারের ওয়ার্কলোড এবং তাদের সাম্প্রতিক সময়ের খেলা ও ভবিষ্যতের খেলা- সব কিছু বিবেচনায় নিয়ে আমরা পরিকল্পনা করেছি। সেভাবেই ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে।’
এশিয়া কাপ ও বিশ্বকাপে তাসকিনকে পুরোপুরি ফিট চায় দল। তাই এমন সিদ্ধান্ত বলে জানালেন সুজন, ‘লঙ্কা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাসকিনের বিষয়টা বিবেচনায় আছে। তার যে সাম্প্রতিক খেলা ছিল, ওয়ার্কলোড বিবেচনা করে হয়তো এই লঙ্কান প্রিমিয়ার লিগে আমরা তার বিষয়টাকে ভিন্নভাবে চিন্তা করছি। অন্যান্য ক্রিকেটারদের সবাইকে আমরা অনাপত্তিপত্র দিচ্ছি।
এলপিএলে খেলার সুযোগ না পাওয়ায় নিশ্চিতভাবেই আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তাসকিন।