05/10/2025 ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
আহসানুল ইসলাম আমিন
২৮ জুলাই ২০২৩ ০৫:৪০
ডেক্স নিউজ :
যশোরের সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তার মা রোজিনা বেগম (৩৫) ও মায়ের প্রেমিক মজনুর রহমানকে (৪৪) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলার কিসমত রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর দাদি মর্জিনা খাতুন (৭০) বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় গ্রেফতার দুজন ছাড়াও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করা হয়েছে।
বাদী তার মামলায় অভিযোগ করেন, বছর পাঁচেক আগে তার ছেলে মজনু খাঁ মালয়েশিয়া যায়। পুত্রবধূ রোজিনা তাদের বাড়িতে বসবাস করে। ছেলের অবর্তমানে মজনুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে পুত্রবধূ। প্রায়ই সে তাদের বাড়িতে আসতো। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মজনুর তার নাতনিকে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে হত্যা করে।
ঘটনা আড়াল করতে তার গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেয়। ঘটনাটি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করেছি। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে।