05/10/2025 ভারতকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্ট ডেস্ক
৩০ জুলাই ২০২৩ ১৯:১৫
শনিবার রাতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা। তাদেরকে দেওয়া হয়েছিল বিশ্রাম। এই দুজনের বদলে ভারতীয় একাদশে ঢুকেন অক্ষর প্যাটেল ও সঞ্জু স্যামসন। বিশ্বকাপের আগে হয়তো একটু পরীক্ষা-নিরীক্ষা করতে চেয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
তবে এই ‘পরীক্ষা-নিরীক্ষা’র দিনে হার নিয়ে মাঠ ছেড়েছে ভারত। টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৮১ রানে গুটিয়ে যায় ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ রান আসে ওপেনার ঈশান কিশানের ব্যাট থেকে ৫৫ বলে ৫৫ রান। এবং বোলিংয়ে শারদুল ঠাকুর ৪২ রানের খরচায় নেন ৩ উইকেট।
ভারতের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক শাই হোপের ৮০ বলে ৬৩ রানের ম্যাচজয়ী ইনিংসে ক্যারিবীয়রা জয়ের বন্দরে পৌঁছে যায় ৮০ বল হাতে রেখে। ক্যারিবীয়দের পক্ষে ৩টি করে উইকেট নেন গুদাকেশ মোতি ও রোমারিও শেফার্ড।