05/10/2025 ফুটবলকে বিদায় জানালেন ডিয়েগো গোদিন
স্পোর্ট ডেস্ক
১ আগস্ট ২০২৩ ১৯:৫৯
২০১০ সালে ডিয়েগো গোদিন যোগ দিয়েছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদে। রিয়াল ও বার্সেলোনার দ্যুতিতে ঢাকা পড়া অ্যাতলেতিকোয় নতুন জোয়ার এর পর থেকেই। তিনি যেমন ছিলেন রক্ষণের দেয়াল, তেমনি আদর্শ অধিনায়কও। তাঁকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজিয়েছিলেন কোচ ডিয়েগো সিমিওনে।
৩৭ বছর বয়সে এই ‘যোদ্ধা’ নিলেন থামার সিদ্ধান্ত। অবসর নিলেন পেশাদার ফুটবল থেকে। পরশু শেষ ম্যাচ তিনি খেললেন আর্জেন্টাইন ক্লাব ভেলেস সার্সফিল্ডের হয়ে। হুরাকানের কাছে ১-০ গোলে হারের পর অবসরের ঘোষণা দিলেন গোদিন, ‘এভাবেই অবসর নিতে চেয়েছিলাম। সুস্থ থেকে বিদায় বলতে চেয়েছি ফুটবলকে। অনেকে বিস্মিত হতে পারে, তবে কথাটা ভাবছিলাম বেশ কিছুদিন ধরে।’