05/10/2025 ডেঙ্গুতে আক্রান্ত ক্রিকেটার হাসান মাহমুদ
স্পোর্ট ডেস্ক
২ আগস্ট ২০২৩ ১৯:০৯
দেশে ভয়াবহ আকার ধারণ করেছে মশাবাহিত ডেঙ্গু জ্বর। এবার ডেঙ্গু আক্রান্ত হলেন জাতীয় দলের নবীন পেসার হাসান মাহমুদ। কয়েক দিন জ্বরে ভোগার পর রক্ত পরীক্ষা করে তার ডেঙ্গু হওয়ার বিষয়টি জানা যায়। আপাতত তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।এশিয়া কাপের আগ মুহূর্তে বাংলাদেশের জন্য এটা নিঃসন্দেহে বড় দুঃসংবাদ!
জানা গেছে, পাঁচ-ছয় দিন ধরেই জ্বরে ভুগছিলেন হাসান মাহমুদ। গত পরশু রাতে তার রক্ত পরীক্ষা করানো হয়। গত সোমবার প্রাপ্ত রিপোর্টে জানা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
তবে আশার খবর হলো, তার জ্বর কিছুটা কমেছে। তবে শারীরিক দুর্বলতা আছে।