05/10/2025 উইন্ডিজের বিপক্ষে পরাজয় দিয়ে সিরিজ শুরু ভারতের
স্পোর্ট ডেস্ক
৪ আগস্ট ২০২৩ ২০:৪২
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পরাজয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ভারত। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি ৪ রানে হেরে সিরিজ শুরু করেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল।
আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করেছিল উইন্ডিজ। জবাবে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৪৫ রানের বেশি করতে পারেনি ভারত। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন তিলক ভার্মা।
প্রতিবছর আইপিএল খেলেও, একাদশে লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও মাত্র ১৫০ রানের টার্গেট ছুঁতে পারেনি ভারতীয় দল! যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।