05/09/2025 কামারগাঁ ওয়ার্ড আ'লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন
সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি
৬ আগস্ট ২০২৩ ০০:৫১
তানোর প্রতিনিধি: উপজেলার কামারগাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৫আগস্ট) দুপুরে মালশিরা লালপুকুর চত্বরে এ জাতীয় শোক দিবস উদযাপন করা হয়।
এ-উপলক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে দোয়া মোনাজাত ও গরীব অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
কামারগাঁ ইউনিয়নের উত্তর শাখার সভাপতি আলাউদ্দিন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কামারগাঁ ইউনিয়নের দক্ষিণ শাখার সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুনসেফ আলী, মালশিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিলউদ্দিন,৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মেম্বার লুৎফর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।