05/10/2025 বিসিবিতে অধিনায়ক নির্বাচনে চলছে জরুরি সভা
স্পোর্ট ডেস্ক
৮ আগস্ট ২০২৩ ২০:৪১
ওয়ানডে ফরম্যাটের নতুন অধিনায়ক নির্বাচনের জন্য জরুরি সভায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার দুপুরে এই সভা শুরু হয়। সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
সব ঠিক থাকলে সাকিব আল হাসানই হচ্ছেন নতুন ওয়ানডে অধিনায়ক। তবে তাকে নিয়ে আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে।
সাকিব এমনিতেই টেস্ট এবং টি-টোয়েন্টির নেতৃত্ব দিচ্ছেন। এবার ওয়ানডে নেতৃত্বকে তিনি বাড়তি চাপ মনে করবেন কিনা- সেটা একটা বিষয়। ক্রিকেটপাড়ায় গুঞ্জন আছে, ওয়ানডে নেতৃত্ব পেলে সাকিব টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন।
সেইসঙ্গে তিনি এখন থেকে নাকি বড় দৈর্ঘ্যের ম্যাচ বেছে বেছে খেলবেন। এই গুঞ্জনের সত্যতা নিশ্চিত হবে বোর্ড সভা শেষে।