05/10/2025 আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ
স্পোর্ট ডেস্ক
১১ আগস্ট ২০২৩ ০০:২৬
আগামীকাল শুক্রবার বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রথম দল হিসেবে টানা চারবার লিগ শিরোপা জয়ের হাতছানি সিটির সামনে, যা পুরোপুরি কাজে লাগাতে মুখিয়ে আছে পেপ গার্দিওলার দল।
সিটির আধিপত্য খর্ব করার দারুণ এক সুযোগ গত আসরে হাতছাড়া হয়েছে আর্সেনালের। এবার আর সেই ভুল করতে চায় না গানাররা।
শনিবার নটিংহ্যাম ফরেস্টকে ঘরের মাঠে আতিথ্য দেবে আর্সেনাল। প্রথম দিন থেকেই নিজেদের সামনে এগিয়ে নিতে বদ্ধপরিকর গানাররা। এদিকে মৌসুমের শুরুতেই হাই-ভোল্টেজ ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে গত মৌসুমের দুই ব্যর্থ দল লিভারপুল ও চেলসি। রবিবার স্ট্যামফোর্ড ব্রীজের এই ম্যাচেই হতাশা কাটাতে দুই দলই মুখিয়ে আছে।