05/09/2025 তানোরে যুবসমাজের মাঝে সেচ্ছাসেবক লীগ নেতার ফুটবল বিতরণ
সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি
১১ আগস্ট ২০২৩ ০২:১৯
রাজশাহীর তানোরে যুবসমাজ কে মাদকের পথ থেকে ফিরিয়ে খেলাধূলায় আসক্ত করতে তরুণ সেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলামের পক্ষ থেকে ফুটবল বিতরণ করা হয়েছে।
জানা গেছে, গত দুই দিনে উপজেলার তালন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ড দেউল গ্রামের যুবসমাজ ও ৪নং ওয়ার্ড কালনা গ্রামের আদিবাসী ও মুসলিমযুবসমাজের মাঝে এসব ফুটবল বিতরণ করেন তালন্দ ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
ফুটবল বিতরণ শেষে সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে যুবসমাজ কে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধূলা ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে যুবসমাজ যে সুযোগ সুবিধা পাচ্ছেন তা অন্যকোন সরকারের আমলে পায়নি। তাই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।