05/10/2025 এশিয়া কাপের দল ঘোষণা আগামীকাল
স্পোর্ট ডেস্ক
১১ আগস্ট ২০২৩ ২০:৫০
দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে বড় পরীক্ষাও এটি। ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে সবগুলো দল।
ছয় জাতির এই টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এদিকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে স্কোয়াড ঘোষণার জন্য আগামী শনিবার (১২ আগস্ট) পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এই সময়ের মধ্যেই সবগুলো দলকে স্কোয়াড ঘোষণা করতে হবে। আর সময়সীমার শেষ দিনেই স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।