05/10/2025 আগামীকাল জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা
আহসানুল ইসলাম আমিন
১৩ আগস্ট ২০২৩ ০২:৩৭
নিজস্ব প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে “বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার আন্তর্জাতিক তদন্ত চাই” শীর্ষক আলোচনা সভা আগামীকাল রবিবার (১৩ আগস্ট) বিকাল ৪টায় রাজধানীর গ্রিন রোড-পান্থপথ সংলগ্ন পানি ভবন মিলনায়তন (১১তলা) অনুষ্ঠিত হবে । আজ শনিবার ১৩ আগস্ট বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- ড. মো. আবদুর রাজ্জাক এমপি, মাননীয় কৃষি মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জনাব এম এ মান্নান এমপি, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জনাব জাহিদ ফারুক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জনাব শফিকুর রহমান এমপি, সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু পরিষদ। বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.) প্রখ্যাত নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট। অধ্যাপক নিসার হোসেন, ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সভাপতি (ভারপ্রাপ্ত), বঙ্গবন্ধু পরিষদ।
দেশ ও বিদেশ থেকে যারা এতে ভার্চুয়ালি যুক্ত হতে চান তারা নিম্নোক্ত লিংকে ক্লিক করলেই সংযুক্ত হতে পারবেন - https://bdren.zoom.us/j/65879643542