05/09/2025 পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
অনলাইন ডেস্ক
১৩ আগস্ট ২০২৩ ১৩:৫৮
চট্টগ্রামের পটিয়ার আশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মধ্যে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার আশিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত হত দরিদ্র ১ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম।
এসময় আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক মাঈনুল হক চৌধুরী (ছোটন), পটিয়া উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হক চৌধুরী, আশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ উদ্দীন চৌধুরী, বিএনপি নেতা নুরুল হক, জাবেদ চৌধুরী, উপজেলা যুবদল নেতা ইয়াসিন আরফাত, ওয়াহিদুল আলম পিবলু, ইসমাইল হোসেন, নাছির হাজারী, সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু নোমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা খোরশেদুল আলম কাসেল, দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা লিটু প্রমুখ।