05/05/2025 হাসপাতালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু
অনলাইন ডেস্ক
১৫ আগস্ট ২০২৩ ০৩:৩৩
জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সোমবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে তার পার্লস পাওয়া যাচ্ছিল না।
৭টা ১০ লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে ৮টা ৪০ মিনিটে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত ঘোষণা করা হয়।