05/09/2025 মোহনগঞ্জে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
মোহনগঞ্জ প্রতিনিধি, নেত্রকোনা
৫ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৫১
নেত্রকোনার মোহনগঞ্জ এ দিনে ১৭ থেকে ১৯ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। গত দুই দিনে ৩৪-৩৮ ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবনে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অতিরিক্ত গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধসহ অনেকে।ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। বন্ধ হয়ে আছে বরফ কলসহ বিদ্যুৎ চালিত কল কারখানা।
বিদ্যুৎ ব্যবহৃত দোকান, কম্পিউটার এমনকি চার্জের অভাবে বন্ধ রয়েছে অটোরিক্সা। ফলে লোকশানে পড়েছেন নিম্নয়ের হাজারো মানুষ।
বিদ্যুতের এই অসহনীয় লোডশেডিং নিয়ে এইচএসসি পরীক্ষার্থী শারমিন জাহান স্বর্ণা, তাওহীদা চাঁদনী, আঁখি আক্তার ও কাওসার জানান, টানা ১৬-১৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। যার নেতিবাচক প্রভাব পড়ছে পরীক্ষাতে। তারা দ্রুত এই অসহনীয় পরিস্থিতির সমাধান চান।
মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী মানিক মিয়া জানান ১৭ থেকে ১৯ ঘন্টা বিদ্যুৎ না থাকায় বরফ কল বন্ধ । বরফের অভাবে নষ্ট হচ্ছে মাছ। ব্যবসায়ীরা লোকসানে আছেন। মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম হাসান আলী জানান, প্রতিদিন উপজেলায় ১৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু নেত্রকোনা থেকে মাত্র ৫-৭ মেগাওয়াট দেওয়া হয়।
নেত্রকোনার মোহনগঞ্জ প্রথম শ্রেণীর একটি পৌরসভা। তাই এখানে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানা অনেক বেশি। কিন্তু বিদ্যুৎ বেশি দেওয়া হয় না। এখানে বিশেষ বিবেচনায় ১৫ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া জরুরি প্রয়োজন। তবে বর্তমানে অসহনীয় উন্নয় লোডশেডিং কমানোর চেষ্টা চলছে।