05/09/2025 আজ দেশে ফিরছেন খন্দকার মোশাররফ
অনলাইন ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরে দুই মাস চিকিৎসা শেষে আজ মঙ্গলবার ঢাকায় ফিরছেন।
গতকাল সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসা শেষে ২ মাস ৯ দিন পর ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন খন্দকার মোশাররফ হোসেন।
সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণকালে খন্দকার মোশাররফের সঙ্গে আছেন তার সহধর্মিণী বিলকিস আক্তার, পুত্র খন্দকার মাহবুব হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন।
গত ১৭ জুন তিনি অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৭ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নেন তিনি।