এশিয়া কাপে রবিবার বাংলাদেশের দাপুটে জয়ে বিপদে পড়ে গেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। বাংলাদেশের বিপক্ষে জিতে আফগানিস্তানের চেয়ে অবশ্য অনেক এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। তবে বড় ব্যবধানে হারলে বিপদ হবে শ্রীলঙ্কারও।