05/09/2025 সরকার শেষ অস্ত্র হিসেবে আদালতকে ব্যবহার করছে: রিজভী
অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০২
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণকে নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার শেষ অস্ত্র হিসেবে আদালতকে ব্যবহার করছে এক অমানবিক দমনের যন্ত্র হিসেবে। আদালত, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করার জন্য।
বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন রিজভী। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সবপর্যায়ের নেতাকর্মীকে গণমিছিল কর্মসূচি সফলের আহ্বান জানান এই বিএনপি নেতা।
রিজভী বলেন, অবৈধ আওয়ামী সরকার নিজেদের অস্তিত্ব টিকানোর জন্য গণতন্ত্রকামী বিরোধী দলের ওপর ঝাঁপিয়ে পড়েছে। দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানসহ বিএনপি মহাসচিব ও জাতীয় গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা এখন আজ্ঞাবহ আদালতের কোপানলে সাজা ও বন্দির শিকার হচ্ছেন।
যারাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছেন, তারাই শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হচ্ছেন। আদালতকে ব্যবহার করে তাদের কোণঠাসা করে দিচ্ছেন।