05/10/2025 স্টোকসের প্রত্যাবর্তন ম্যাচে নিউজিল্যান্ডের বিধ্বংসী জয়
স্পোর্টস ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৯
প্রত্যাবর্তন ম্যাচে ব্যক্তিগত পারফর্মেন্সে উজ্জ্বল বিশ্বকাপ উপলক্ষে অবসর ভেঙে ওয়ানডেতে ফেরা বেন স্টোকস। তবে তার দল জিততে পারেনি। বিশাল সংগ্রহ গড়েও নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। ডেভন কনওয়ে আর ড্যারি মিচেলের বিধ্বংসী সেঞ্চুরিতে ম্লান হয়ে গেছে স্টোকসের প্রত্যাবর্তন
কার্ডিফে অনুষ্ঠিত চার ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৯১ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড।
রান তাড়ায় নেমে ৬১ রানের ওপেনিং জুটি পায় নিউজিল্যান্ড। উইল ইয়ং ২৯ রানে আউট হলেও ডেভন কনওয়ে ১১৫ বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলাসের (২৬) সঙ্গে গড়েন ৫৬ রানের জুটি। তবে আসল কাজটা হয়ে যায় ড্যারি মিচেল আর কনওয়ের তৃতীয় উইকেট জুটিতে। চারে নেমে ড্যারি মিচেল ছিলেন আরও বিধ্বংসী। ৮৪ বলে ক্যারিয়ারের চার নম্বর শতক পূরণ করেন। তাদের ১৫২ বলে ১৮০* রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮ উইকেট এবং ২৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ম্যাচসেরা কনওয়ে ১১১* আর মিচেল ৯১ বলে ১১৮* রানে অপরাজিত থাকেন।