05/09/2025 সিরাজদিখানে আছমা হত্যা মামলার পলাতক আসামি ফতুল্লা থেকে গ্রেফতার
আহসানুল ইসলাম আমিন
১২ সেপ্টেম্বর ২০২৩ ০১:৩৮
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় আলোচিত আছমা হত্যা মামলার দীর্ঘদিন পলাতক আসামি রুনা বেগম’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০। ১০ সেপ্টেম্বর রবিবার রাতে ব্যাব-১০ এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ সিনিঃ সহকারী পুলিশ সুপার এম ফখরুল হাসানের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা এলাকায় অভিযান পরিচালনা করে হত্য মামলার পলাতক আসামি রুনা বেগমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিরাজদিখান থানার মামলা নং-৯২(৮)১৫, ধারাঃ ৩০২/৩৪ দন্ডবিধি। সে হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত দীর্ঘদিন পলাতক আসামি।