05/09/2025 জলঢাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করলেন-এমপি সোহেল রানা
রিয়াদ ইসলাম (জলঢাকা) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৫:০৩
রিয়াদ ইসলাম জলঢাকাঃ নীলফামারীর জলঢাকায় তিনটি ইউনিয়নে তিন কোটি ৩০ লক্ষ টাকার প্রাক্কলিত ব্যয়ে ৩৪শ মিঃ প্রায় সাড়ে ৩ কিলোমিটার পাকা রাস্তা করন কাজের উদ্বোধন করেন নিলফামারী-৩ (জলঢাকা) আসনের এমপি মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ)।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও গোলনা ইউনিয়নের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন কালে এমপি মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ) বলেন, 'এ অঞ্চলের চাহিদা অনুযায়ী বরাদ্দ সেভাবে এসেছে,আমি চেষ্টা করেছি। সরকারের বরাদ্দ সীমিত। এ সীমিত বরাদ্দ দিয়ে কিছু অবহেলিত অঞ্চলে পুরো কাজ করা সম্ভব হয়নি। আসন্ন নির্বাচনে আমাকে জনগণ ভোট দিয়ে আবারও নির্বাচিত করলে আমার অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করতে পারবো’।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম,উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাস,থানা অফিসার ইনর্চাজ মোঃ মুক্তারুল আলম,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু,পৌর জাতীয় পার্টির সভাপতি আনিসুর রহমান যাদু ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স,উপ-সহকারী প্রকৌশলী গোলাম ফারুক প্রমূখ।