05/09/2025 দুমকীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান,২ টি বেকারি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা
মোঃ আলী হোসেন মোল্লা পটুয়াখালী প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪৯
মোঃ আলী হোসেন মোল্লা পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় দুমকীর পিরতলা বাজারে অভিযান চালিয়ে ২ টি বেকারি প্রতিষ্ঠানকে ১৮০০০/ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ সোয়াইব মিয়ার নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় পিরতলা বাজারের বিভিন্ন বেকারি, ফার্মেসী, মুদি, সবজি ও ফলের দোকানে পন্যের মূল্যে ও মান যাচাই করা হয়। অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, পন্যের মোড়কে উৎপাদনের তারিখ ও
মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে না থাকায় পিরতলা বাজারের ভাই ভাই বেকারিকে ১৩০০০ টাকা ও আশার আলো বেকারির স্বত্তাধিকারীকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।