05/10/2025 পাকিস্তান কে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২২
এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে শ্রীলঙ্কাকে ২৫২ রানের লক্ষ্য ছুড়ে দেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ওভারে ২ উইকেট হাতে রেখেই জয় পায় শ্রীলঙ্কা। ২ উইকেটের জয় পেয়ে ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪২ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৫২। বৃষ্টি আইনে শ্রীলঙ্কার লক্ষ্যও ২৫২।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে লঙ্কান ব্যাটাররা। কুসাল মেন্ডিসের ৯১ ও আসালাঙ্কার অপরাজিত ৪৯ রানে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা।
১১তম বারের মতো ফাইনালে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।