05/10/2025 টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ,একাদশে পাঁচ পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৬
এশিয়া কাপের এবারের আসরে সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। একাদশে এসেছে পাঁচ পরিবর্তন।
এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। টাইগারদের বিপক্ষে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। বাংলাদেশের একাদশেও এসেছে একাধিক পরিবর্তন। একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান। তাছাড়া অভিষেক হচ্ছে তানজিম হাসান সাকিবের।
বাংলাদেশ একাদশ : ১ লিটন দাস (উইকেটরক্ষক), ২ তানজিদ হাসান তামিম, ৩ আনামুল হক, ৪ সাকিব আল হাসান (অধিনায়ক), ৫ তৌহিদ হৃদয়, ৬ শামীম হোসেন, ৭ মেহেদি হাসান মিরাজ, ৮ মেহেদী হাসান, ৯ নাসুম আহমেদ, ১০ তানজিম হাসান সাকিব, ১১ মুস্তাফিজুর রহমান।