05/10/2025 শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩ ০৬:২০
ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় পেল বাংলাদেশ। পরাজয়ে এশিয়া কাপ শুরু করা সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি আসর শেষ করল জয় দিয়ে।
ভারত আজ হেরে গেলেও তাদের কোনো সমস্যা নেই। তারা এই ম্যাচের আগেই ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে বাংলাদেশ সুপার ফোরে টানা দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেয়।
শুক্রবার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ওপেনার শুভমান গিলের সেঞ্চুরির পরও ২৫৯ রানে অলআউট হয় ভারত। ৬ রানে জয় পায় টাইগাররা।
ব্যাট হাতে ৮০ রান এবং বল হাতে ১০ ওভারের খরচায় ২ মেডেনসহ ১ উইকেট নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাকিব।