বাবার বড্ড ভক্ত ছিলেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। সোশ্যাল মিডিয়াতেও প্রায়ই বাবার সঙ্গে ছবি পোস্ট করতেন। সেই রুবেলের বাবা সিদ্দিকুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত কিছুদিন ধরেই সিদ্দিকুর রহমানের শারিরীক অবস্থা ভালো ছিল না।
শেষমেশ আজ রবিবার সকালে পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে রুবেল হোসেন নিজেই নিশ্চিত করেছেন এই বেদনাদায়ক খবরটি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে রুবেল লিখেছেন, ‘আমার বাবা আর নেই, সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’