05/08/2025 সিরাজদিখানের বালুরচরে টেটাযুদ্ধের মামলায় গ্রেফতার-১
আহসানুল ইসলাম আমিন
২১ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৮
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের সিরাজদিখানের বালুর চরে সম্প্রতি টেটা যুদ্ধের ঘটনার মামলায় এজাহার নামীয় আসামি মোহাসিন মোল্লাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানাযায়, বালুচরে ইট ভাটা দখল ও আধিপত্য বিস্তার নিয়ে টেটা যুদ্ধের ঘটনায় তিনটি পৃথক মামলা হয়। এতে সিরাজদিখান থানা পুলিশ বাদী হয়ে দুই গ্রুপের ১৮জনকে এজাহার নামীয় আসামি করে মামলা করে। সেই মামলার এজাহার ভক্ত ১৫নম্বর আসামি মহাসিন মোল্লাকে গ্রেফতার করে থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সহকারী পুলিশ সুপার, (সিরাজদিখান সার্কেল) অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত), এর দিক নির্দেশনায় এসআই মো: লোকমান হোসেন, এসআই-মো: রেজাউল, এসআই/মো: ফকরুল হাসান ফারুক সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।