05/09/2025 ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৭
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতেছে সফরকারী নিউজিল্যান্ড। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইরা আজও আগে ব্যাট করছে। প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিং পেয়েছিল, আজ টসে জিতে আগে ব্যাটিং নিল দলটি।
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন।
দলে নেই পেসার তানজিম হাসান সাকিব ও উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। সাকিবের হালকা চোট আছে বলে আগের রাতেই জানা গিয়েছিল। এদিকে আজ ওয়ানডেতে অভিষেক হচ্ছে পেসার খালেদ আহমেদের। এছাড়া হাসান মাহমুদও ফিরেছেন একাদশে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুস্তাফিজুর রহমান।