05/09/2025 বায়ার্নের জার্সিতে হ্যারি কেইনের প্রথম হ্যাটট্রিক
স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৪
ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বোচুমকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনাতে ম্যাচের চতুর্থ মিনিটে চুপো মটিংয়ের গোলে এগিয়ে যায় বায়ার্ন। এরপর ১৩তম মিনিটে বায়ার্নের ব্যবধান দ্বিগুণ করেন কেইন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন।
ম্যাচ শেষের দুই মিনিট আগে লেরয় সানের লো ক্রস থেকে বায়ার্নের ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক পূরণ করেন কেইন।
এ নিয়ে বুন্দেসলিগা মৌসুমের প্রথম ৫ ম্যাচে ৬ গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন ইংলিশ এই ফরোয়ার্ড। বায়ার্নের ইতিহাসে জার্মান লিগে প্রথম পাঁচ ম্যাচে এখন সর্বাধিক গোলের মালিক কেইন। এর মাধ্যমে তিনি কিংবদন্তী গার্ড মুলার (১৯৬৫), মিরোস্লাভ ক্লোজা (২০০৭) ও মারিও মানজুকিচের (২০১২) রেকর্ড ভঙ্গ করেছেন।
ম্যাচ শেষে কেইন বলেন, ‘আমি আমার দায়িত্ব পালন করতে পেরে দারুণ খুশী। আশা করছি, ক্লাবকে ভবিষ্যতে আরো কিছু দিতে পারব। এখন পর্যন্ত যা হয়েছে তাতে আমি সন্তুষ্ট।