05/09/2025 শ্রীনগর উপজেলা সামাজিক-সম্প্রীতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৭
এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা সামাজিক- সম্প্রীতি সমাবেশ ও জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে এই সামাজিক সম্প্রীতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর রিপন বিপিএএ। মুৎখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা আঃলীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন,ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধা, কলেজ ও স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকগণ, সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।