05/09/2025 টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৩
নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আগের দুটি ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। আজ আবহাওয়া তুলনামূলক ভালো। লিটন দাস না থাকায় শান্ত অধিনায়কত্ব করবেন। তার চাওয়া আগে ব্যাট করে বড় স্কোর গড়া।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। আপাতত বৃষ্টির কারণে শুরু হতে বিলম্ব হচ্ছে।