05/09/2025 বিশ্বকাপে লিটন অন্যতম সেরা ব্যাটার হবে: সাকিব
স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৫
অধিনায়ক সাকিবের অগাদ আস্থা লিটনের ওপর। সাকিব আল হাসানের বিশ্বাস, বিশ্বকাপে লিটন এমন কিছু করবেন যে পুরো বিশ্বই তার দিকে তাকিয়ে থাকবে
গতকাল রাতে (বৃহস্পতিবার) প্রকাশিত এক সাক্ষাৎকারে লিটনকে নিয়ে এমনই প্রত্যাশার কথা জানান সাকিব।
তিনি বলেন, ‘ও যদি ওর ব্যাটিংটা উপভোগ করে, আমি নিশ্চিত মানুষ টিভিতে ওকে দেখতে আরো বেশি পছন্দ করবে। যেভাবে ও পারফর্ম করবে, আমি নিশ্চিত, পুরো বিশ্বই হয়তো ওর দিকে তাকিয়ে থাকবে।’
এদিকে বিশ্বকাপে হঠাৎ সহ অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয় লিটনকে। দায়িত্ব দেয়া হয় নাজমুল হোসেন শান্তকে। কেন এমন পরিবর্তন, এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি মনে করি, এটা ওকে সাহায্য করবে। ওর ব্যাটিংয়ে আরো মনোযোগ দিতে সাহায্য করবে। এই মুহূর্তে ওর ব্যাটিংয়ের চেয়ে আর কিছু গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে।’