05/06/2025 জবির প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চ মাতাবেন জেমস
জবি প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৩ ১৮:৩২
বুধবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ জানান, প্রতিবছর ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। সেদিন শুক্রবার হওয়ায় ১৯ অক্টোবর এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ দিবস উদযাপন করা হবে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কনসার্টের আয়োজন থাকবে। কনসার্টে নগরবাউল জেমসকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।