05/08/2025 সিরাজদিখানে যুবদলের কমিটি নিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ
মো. আমির হোসেন ঢালি, স্টাফ রিপোর্টার
১২ অক্টোবর ২০২৩ ০০:৪৩
স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের সিরাজদিখানে সদ্য ঘোষিত উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।
কমিটি ঘোষণার পরদিন বুধবার বিকাল সাড়ে ৪টায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদলের পদবঞ্চিতরা।
মিছিল শেষে উপজেলার সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকায় অবস্থিত উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়ে বক্তব্য দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বক্তব্যে সিরাজদিখান উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা যুবদলের ১ নং যুগ্ম আহবায়ক মো. ইকবাল হোসেন বলেন, সিরাজদিখান উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেওয়া হয়েছে। এই পকেট কমিটি ঘোষণা করে উপজেলার শত শত যুবদলের নেতাকর্মীদের সর্বস্বান্ত করে দলবিমুখ করার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, এই কমিটি সাংগঠনিক পরিপন্থী ভাবে করা হয়েছে। যারা দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম করেছেন, যারা জেলে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তারা পদ বঞ্চিত হয়েছেন।
তিনি আরো বলেন, সিরাজদিখান উপজেলা যুবদলের অবৈধ আহবায়ক কমিটি আমরা মানি এই আহবায়ক কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।
এসময় আরো বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, জেলা যুবদলের সাবেক সদস্য আশরাফ হোসেন ঝন্টু, সদস্য কাউসার আলম, সাবেক সদস্য মো. কবির হোসেন লিটন, সিরাজদিখান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদ কুরবান আলী।
উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সদস্য মেহেদী হাসান হীরা, উপজেলা যুবদল নেতা রাকিব মোল্লা, উপজেলা যুবদলের সাবেক কার্যকরী সদস্য এস এম ইযু রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, যুবদল নেতা সুশীল, বাবু, রানা, সোহাগ, আলাআমিন প্রমুখ।
এ সময় বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা যুবদলের এই কমিটি মানি না, মানব না, স্লোগানে দলীয় কার্যালয় মুখরিত করে তুলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইয়াসিন সুমনকে আহবায়ক ও মো. শাহাদাৎ শিকদারকে সদস্য সচিব করে ৮৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।