05/08/2025 পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শরিফুল ইসলাম (পাবনা জেলা প্রতিনিধি)
১৪ অক্টোবর ২০২৩ ১৩:৪৪
পাবনার আমিনপুর থানা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোরমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায়, পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের সার্বিক তত্বাবধানে এবং ডিবি পুলিশের ওসি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ১৩ই অক্টোবর শুক্রবার ডিবি পুলিশের এসআই মাহমুদুর রহমান, এএসআই জহুরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার আমিনপুর থানাধীন জাতসাখিনী ইউনিয়ন এর অন্তর্গত নয়াবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোরমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ-নয়াবাড়ী গ্রামের মৃত তাহেরের ছেলে মোঃ সোরমান শেখ।
এবিষয়ে মাদক ব্যবসায়ী সোরমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।