05/08/2025 কামারগাঁ ইউনিয়ন উত্তর আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩ ১৯:৪৮
তানোর প্রতিনিধি: তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন উত্তর আ'লীগের ১,২,৮ ও ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর বাজারস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভায় উত্তর আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার সুজন, বিশেষ অতিথি বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,বিশেষ অতিথি কামারগাঁ ইউনিয়ন দক্ষীণ আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সহকারী অধ্যাপক মুনসেফ আলী,৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদের সদস্য লুৎফর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।