05/09/2025 চট্টগ্রামে হরতালের ডাক দিল বিএনপি
অনলাইন ডেস্ক
৪ নভেম্বর ২০২৩ ১৬:৫৫
রবিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ঢাকায় গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী। চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে এ কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিএনপির নেতারা জানিয়েছেন, চট্টগ্রাম জেলা ও মহানগরে সর্বাত্মকভাবে এ কর্মসূচি পালন করা হবে। তবে অ্যাম্বুল্যান্স, সংবাদপত্রবাহী ও সাংবাদিকদের বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
পাশাপাশি রবিবার ও সোমবার বিএনপির ডাকা দেশব্যাপী দুই দিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে।