05/08/2025 শেখ হাসিনা কাউকে ভয় পান না : পাপন
অনলাইন ডেস্ক
৯ নভেম্বর ২০২৩ ১৭:০০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানিদের ভয় পাননি, আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা কাউকে ভয় পান না।
আমরা তারই কর্মী। আমরা যা করছি তা কারও বিরুদ্ধে না, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে। এ সরকারের অধীনে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।