05/07/2025 ডোনাল্ডের বলা কথার ব্যাপারে ‘জানেনই না’ হাথুরু
স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৩ ১৫:৪৭
বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে পেসারদের সঙ্গে কথা বলছেন অ্যালান ডোনাল্ড; অথবা ভিডিও করছেন তাদের বোলিং। বাংলাদেশের ক্রিকেট দলের অনুশীলন বা মূল ম্যাচে নিয়মিতই দৃশ্য হয়ে গিয়েছিল। তার নিবেদন, পরিশ্রম ছুঁয়ে গিয়েছিল সমর্থকদের হৃদয়ও। তবুও তিনি ভিনদেশি, তার এটা চাকরি।
একসময় গিয়ে ছাড়তেই হতো তাকে। সেটি হচ্ছে চলতি বিশ্বকাপের পরই। যদিও অভিমান নিয়েই চাকরি ছাড়ছেন ডোনাল্ড।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, টিম মিটিংয়ের সময় কারো কথায় আঘাত পাওয়ার কথা।
এ নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে। উত্তরে তিনি বলেন, ‘আমি জানি না আপনি এটা কোথায় পেলেন। আমি যতটুকু জানি, কয়েকজন কোচের বিশ্বকাপের পর চুক্তি শেষ হয়ে যাচ্ছে।