05/07/2025 ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন তামিম
স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৩ ১২:০৩
ধারাভাষ্যের প্রতি তামিম ইকবালের আলাদা ভালো লাগার কথা কারো অজানা নয়। তামিম নিজেই নানা সময়ে এ কথা জানিয়েছেন। এবার তামিম জানালেন, কখন থেকে তিনি ধারাভাষ্য শুরু করবেন!
অবশ্য তামিমের কাছে এই বিশ্বকাপেও ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব এসেছিল। কিন্তু তিনি 'না' করে দিয়েছেন।
গতকাল দারাজের একটি লাইভে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তামিম বলেছেন, 'আমার মনে হয় না, আমি কোচিং পেশায় আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপে প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে করব।