বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির দেওয়া চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেনম, এ রকম চিঠি তো তারা অনেক দিয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার-পাউন্ড খরচ করেছে। এগুলো অতীতে কোনো কাজে আসেনি, ভবিষ্যতেও কাজে আসবে না।
05/09/2025 বাংলাদেশের মানুষ হরতাল-অবরোধ চায় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
২৩ নভেম্বর ২০২৩ ২২:১৮
বাংলাদেশের কোথাও হরতাল-অবরোধ পালিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার সিলেটে ব্যক্তিগত সফরে এসে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ হরতাল-অবরোধ চায় না। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির দেওয়া চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেনম, এ রকম চিঠি তো তারা অনেক দিয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার-পাউন্ড খরচ করেছে। এগুলো অতীতে কোনো কাজে আসেনি, ভবিষ্যতেও কাজে আসবে না।