05/07/2025 জিম্বাবুয়েকে হারিয়ে উগান্ডার চমক
স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩ ২০:২১
ক্রিকেটে দুর্দশা কিছুতে কাটছে না জিম্বাবুয়ের। হারতে হচ্ছে উগান্ডার কাছেও। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের চুড়ান্ত পর্বের বাছাইয়ে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে আইসিসি র্যাংকিংয়ে অনেক পেছনে থাকা উগান্ডা।
কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটাই ছিল উগান্ডার প্রথম আন্তজার্তিক ক্রিকেট ম্যাচ। সেই লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় মাঠ ছাড়ল তারা। এই হারে আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাটাই প্রবল ঝুঁকিতে পড়ল জিম্বাবুয়ের।
তিন ম্যাচে এক জয়ে জিম্বাবুয়ে আছে পয়েন্ট তালিকায় চার নম্বরে। সমান ম্যাচে শতভাগ জয়ে ৬ পয়েন্ট করে অর্জন করেছে নামিবিয়া ও কেনিয়া।
আর তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে উগান্ডা। এর আগে তারা হারিয়েছিল তানজানিয়াকে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সুযোগ পাবে ২০২৪ সালের টি-টোয়েন্ট বিশ্বকাপে।